ভূমিকা : থাইল্যান্ড থেকে সংগৃহীত কিছু লাইন থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২০০২ সালে মিষ্টি ভুট্টার এ সিনথেটিক জাতটি বাংলাদেশে অবমুক্ত করা হয়। এই জাতটি অত্যাধিক মিষ্টি, দানা পুষ্ট এবং ক্রিমি হলুদ রং এর।
সনাক্তকারী বৈশিষ্ট্য :
উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশই জাতটি আবাদের উপযোগী।
ফলন: রবি মৌসুমে হেক্টর প্রতি ফলন ১০.০ - ১০.৫ টন (খোসা ছাড়ানো কচি মোচা) এবং মোচা সংগ্রহের পর হেক্টর প্রতি ২৩-২৫ টন সবুজ গো খাদ্য পাওয়া যায়।
বারি মিষ্টি ভুট্টা - ১ (গাছ)
বারি মিষ্টি ভুট্টা - ১ (মোচা)