Wellcome to National Portal
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২৩

বারি হাইব্রিড ভুট্টা-১৩

জাতের নাম : বারি হাইব্রিড ভুট্টা – ১৩ 

ভূমিকা : দেশে বেশিরভাগ ভুট্টাই রবি মৌসুমে সেচের মাধ্যমে আবাদ করা হয়ে থাকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য প্রাকৃতিকভাবেই দেশে পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। তাই ভুট্টা দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বরেন্দ্র অঞ্চল ও অন্যান্য খরাপ্রবণ এলাকায় ব্যাপকভাবে চাষের সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সেচ সুবিধার অভাবে এর উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগ খরা সহিষ্ণু বারি হাইব্রিড ভুট্টা-১৩ জাতটি উদ্ভাবন করে । একমুখী (Single cross) সংকরায়ন (BIL 215 × BIL 217) করে এই জাতটি উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশে এ জাতটি ২০১৬ সালে অবমুক্ত হয়।   

সনাক্তকারী বৈশিষ্ট্য : 

  • জীবনকাল ১৪০-১৪৫ দিন।
  • গাছ মাঝারী উচ্চতা গড়ে-১৮০ সেমি এবং মোচার উচ্চতা গড়ে ৮৫ সেমি । মাঝারি ঝড়-বাতাসেও সহজে হেলে পড়ে না।
  • মধ্যমাত্রার খরা সহনশীল এবং কেবলমাত্র একটি সেচেই (ফুল আসার আগে) অধিক ফলন দিতে সক্ষম।  
  • মোচা পরিপক্ক হওয়ার পরও গাছ ও পাতা সবুজ থাকে যা গো-খাদ্য হিসাবে ব্যবহারের উপযোগী।
  • দানা ফ্লিন্ট প্রকৃতির, বড় আকারের ও চকচকে সাদা । সাদা ‍ভুট্টা গমের আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করে খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী। 
  • মোচায় দানার সংখ্যা বেশী । হাজার দানার ওজন ৩৬৭ গ্রাম ।

উপযোগী এলাকা : খরা প্রবন বরেন্দ্র অঞ্চলের জন্য জাতটি বিশেষভাবে উপযোগী, তাছাড়াও সেচ সুবিধাহীন বিভিন্ন শুষ্ক এলাকাতেও আবাদের উপযোগী।  

ফলন: খরা অবস্থায় একটি মাত্র সেচ প্রয়োগে জাতটির ফলন ৮.১-৮.৫ টন/হেক্টর এবং স্বাভাবিক সেচ প্রয়োগে ফলন ১০.০-১১.১ টন/হেক্টর।  

                                               বারি হাইব্রিড ভুট্টা - ১৩ (গাছ)

                

                                               বারি হাইব্রিড ভুট্টা - ১৩ (মোচা)