Wellcome to National Portal
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৪

বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২

জাতের নাম : বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা - ২    

ভূমিকা : আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যশোরে ২০১২ সাল থেকে ভুট্টার হেলেপড়া সহনশীল ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের লক্ষ্যে কাঙ্খিত বৈশিষ্ট্যসম্পন্ন ইনব্রেড লাইন তৈরীর কাজ শুরু করা হয়। বাছাইকৃত এবং কাঙ্খিত ৩০টি ইনব্রেড লাইনের সাথে ২টি টেস্টারের সংকরায়ন করে ২০১৫ সালে সিঙ্গেল ক্রস হাইব্রিড তৈরী করা হয়। এর পর দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষার পর BML 264 ´ BIL28 অগ্রবর্তী হাইব্রিডটি সম্ভাবনাময় হিসেবে নির্বাচন করা হয়। পরবর্তীতে জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধনের পর হাইব্রিডটি ২০২২ সালে অবমুক্ত করা হয়।    

সনাক্তকারী বৈশিষ্ট্য :

  • গাছের উচ্চতা ২২০-২৪০ সে.মি. ও মোচার উচ্চতা ১০০-১৩০ সে.মি.।
  • সিল্কের অ্যান্থোসায়ানিন না থাকায় হালকা সবুজবর্ণের হয়ে থাকে।
  • জাতটির দানা হলুদ বর্ণের এবং ডেন্ট প্রকৃতির । দানাগুলো পুষ্ট ও বড় আকৃতির
  • ১০০০ দানার ওজন ৪০০-৪৬০ গ্রাম।
  • মোচার অগ্রভাগ পর্যন্ত খোসা দ্বারা শক্তভাবে আবৃত থাকায় বৃষ্টির পানিতে নষ্ট হবার সম্ভাবনা কম থাকে।

 

উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশেই জাতটি আবাদের উপযোগী। 

ফলন : জাতটি উচ্চফলনশীল। রবি মৌসুমে উপযুক্ত পরিবেশে হেক্টর প্রতি ফলন ১২.০-১৪.০ টন।  

                              বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা - ২   (গাছ)

           

                            বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা - ২   (মোচা)

                                           বুকলেট ডাউনলোড করুন