জাতের নাম : বারি হাইব্রিড ভুট্টা - ৯
ভূমিকা : আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র (CIMMYT) হতে সংগৃহীত ও বাছাইকৃত পিতৃ-মাতৃ লাইন হতে একমুখী (Single cross) সংকরায়ন (BIL-79 × BIL-28) করে এই জাতটি উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশে এ জাতটি ২০০৭ সালে অবমুক্ত হয়।
সনাক্তকারী বৈশিষ্ট্য :
উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশই জাতটি আবাদের উপযোগী।
ফলন: জাতটির গড় ফলন রবি মৌসুমে ১১.৫-১২.৫ টন/ হেক্টর ও খরিপ মৌসুমে ৮.৫-৯.০ টন/ হেক্টর। জাতটি রবি মৌসুমে আগাম চাষে ভাল ফলন পাওয়া যায়।
বারি হাইব্রিড ভুট্টা - ৯ (গাছ)
বারি হাইব্রিড ভুট্টা - ৯ (মোচা)