Wellcome to National Portal
  • 2022-03-18-17-25-dbb0464f52300beed3eb2f5ddd7f6d6c
  • 2022-02-28-09-06-e425d8387599a258dbce5448a6cb7933
  • 6
  • 2022-02-28-08-57-2579d5991f65974bd7980c63ce31c029
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

খৈ ভুট্টা

ভূমিকা : খৈই এর জন্য অবমুক্ত একমাত্র উচ্চ ফলনশীল মুক্ত পরাগায়িত জাত। এটি খৈ এর জন্য ১৯৮৬ সালে জাত হিসেবে অনুমোদন লাভ করে। খৈ ভুট্টার দানা থেকে শতকরা ৯০-৯৫ ভাগ খৈ পাওয়া যায়। খৈ আকারে বেশ বড় ও সুস্বাদু।

সনাক্তকারী বৈশিষ্ট্য :

  • রবি মৌসুমে ১২৫-১৩০ দিনে এবং খরিফ মৌসুমে ৮০-৯০ দিনে পরিপক্কতা লাভ করে।
  • গাছ মাঝারী উচচতার (১৬৫-১৮০ সে.মি.), মোচার উপরের পাতা অপেক্ষাকৃত সরু।
  • দানা আকারে ছোট, উজ্জ্বল হলুদ রঙের ও ফ্লিন্ট প্রকৃতির।
  • চারা গাছের প্রথম পাতার কান্ড বেষ্টনীতে গাড় বেগুনী রং এর উপস্থিতি বিদ্যমান। 
  • জাতটির খৈ ফোটার শতকরা হার (popping %) ৯৫ ভাগ এর বেশী।

উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশেই জাতটি আবাদের উপযোগী।

ফলন: হেক্টর প্রতি ফলন রবি মৌসুমে ৩.- .০ টন এবং খরিপ মৌসুমে ২.৫-৩.৫ টন।

 

  

                                                খৈ ভুট্টা (গাছ)

                             

                                               খৈ ভুট্টা (মোচা)

                               

                                                            খৈ