ভূমিকা : খৈই এর জন্য অবমুক্ত একমাত্র উচ্চ ফলনশীল মুক্ত পরাগায়িত জাত। এটি খৈ এর জন্য ১৯৮৬ সালে জাত হিসেবে অনুমোদন লাভ করে। খৈ ভুট্টার দানা থেকে শতকরা ৯০-৯৫ ভাগ খৈ পাওয়া যায়। খৈ আকারে বেশ বড় ও সুস্বাদু।
সনাক্তকারী বৈশিষ্ট্য :
উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশেই জাতটি আবাদের উপযোগী।
ফলন: হেক্টর প্রতি ফলন রবি মৌসুমে ৩.৫ - ৪.০ টন এবং খরিপ মৌসুমে ২.৫-৩.৫ টন।
খৈ ভুট্টা (গাছ)
খৈ ভুট্টা (মোচা)
খৈ