জাতের নাম : বারি হাইব্রিড ভুট্টা – ১৬
ভূমিকা : দেশে উদ্ভাবিত ইনব্রিড লাইন থেকে তৈরি প্রথম উচ্চ ফলনশীল সিঙ্গেল ক্রস হাইব্রিড। প্রথমে বানিজ্যিক ভুট্টার জাত QY-11 এবং 900M থেকে স্ব-পরাগায়ন (সেলফিং) এর মাধ্যমে ইনব্রিড লাইন তৈরি করা হয়। পরবর্তীতে সেখান থেকে কাঙ্খিত বৈশিষ্ট্য সম্পন্ন লাইনগুলো সনাক্ত করে তাদের মধ্যে সংকরায়নের মাধ্যমে তৈরিকৃত হাইব্রিডগুলি বেশ কয়েক বছর ধরে বহুস্থানিক মাঠ মূল্যায়ন করা হয়। সেখান থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট উচ্চ ফলনশীল হাইব্রিডটি (BML 59 X BML 71) বাংলাদেশের আবহাওয়া উপযোগী হিসেবে প্রতীয়মান হওয়ায় এবং পরবর্তীতে জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধনের পর ২০১৮ সালে অবমুক্ত করা হয়।
সনাক্তকারী বৈশিষ্ট্য :
উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশেই জাতটি আবাদের উপযোগী।
ফলন: রবি মৌসুমে ১১.৫৭ টন/হেক্টর এবং লবনাক্ত এলাকায় (৮ ডিএস/মি) ৭.০৬ টন/হেক্টর ফলন দিতে সক্ষম।
বারি হাইব্রিড ভুট্টা - ১৬ (গাছ)
বারি হাইব্রিড ভুট্টা – ১৬ (মোচা)