Wellcome to National Portal
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২৩

বারি হাইব্রিড ভুট্টা-৫

জাতের নাম : বারি হাইব্রিড ভুট্টা - ৫  

ভূমিকা : একটি উচ্চ গুণগত মানের আমিষ (High Quality Protein Maize, QPM) সমৃদ্ধ উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। এটি একটি সিঙ্গেল ক্রস হাইব্রিড (BIL-20 × BIL-22)। এ জাতটি ২০০৪ সালে বারি হাইব্রিড ভুট্টা-৫ নামে জাতীয় বীজ বোড কর্তৃক বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে।    

সনাক্তকারী বৈশিষ্ট্য :

  • পাতার কান্ড বেষ্টনিতে (Leaf sheath) গাঢ় এন্থোসায়ানিন রং (Strong anthocyanin color)  থাকে।
  • রবি মৌসুমে ১৪০-১৪৫ দিন ও খরিফ মৌসুমে ৯৫-১০৫ দিন।
  • গাছের গড় উচ্চতা রবি ও খরিফ মৌসুমে যথাক্রমে ১৯৫-২০০ সেমি এবং ১১০-১১৫ সেমি।
  • মোচার উচ্চতা ১০০-১১০ সেমি (রবি মৌসুম)। সিল্ক আসার সময়কাল রবি মৌসুমে ৮০-৮৫ দিন।
  • দানা উজ্জ্বল আকর্ষণীয় কমলা রঙের এবং ফ্লিন্ট প্রকৃতির ।
  • মোচার গড় ওজন ২৫০ গ্রাম। প্রতি মোচার বীজের গড় ওজন ২৩০ গ্রাম ।
  • মোচায় বীজের সংখ্যা ৪২০টি। জাতটির হাজার দানার ওজন ২৯০-৩১০ গ্রাম।

গুণগত মান :

এমাইনো এসিডের নাম

বারি হাইব্রিড ভুট্টা-

সাধারণ ভুট্টা

ট্রিপটোফেন

০.১১%

০.০৫%

লাইসিন

০.৪৭৫%

০.২২৫%

মোট আমিষ

১১.০০%

৯.০০%

 

উপযোগী এলাকা : সমগ্র বাংলাদেশেই জাতটি আবাদের উপযোগী

ফলন: জাতটির ফলন হেক্টরে রবি মৌসুমে ৯.০-১০.০ টন এবং খরিফ মৌসুমে ৭.০-৭.৫ টন।

                                           বারি হাইব্রিড ভুট্টা - ৫ (গাছ)

                        

                                      বারি হাইব্রিড ভুট্টা - ৫ (মোচা)