Wellcome to National Portal
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

বারি হাইব্রিড ভুট্টা-১৭

জাতের নাম : বারি হাইব্রিড ভুট্টা – ১৭    

ভূমিকা : বর্তমানে জলবায়ুগত পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এক হিসেবে দেখা গিয়েছে প্রতি ১ সে. তাপমাত্রা বৃদ্ধিতে ভুট্টার ফলন শতকরা ৭ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। আরও ধারণা করা হচ্ছে উচ্চ তাপমাত্রার ফলে এশিয়া মহাদেশে ভুট্টার ফলন শতকরা ২৩ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। এই বিরূপ প্রভাব মোকাবিলার জন্য দেশে অধিক তাপসহনশীল ভুট্টার জাত তৈরী খুবই দরকার। উদ্ভিদ প্রজনন বিভাগ, বিএআরআই, গাজীপুর, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (CIMMYT) হতে Heat Tolerant Maize for Asia (HTMA) প্রকল্পের আওতায় ২০১৪-১৫ মৌসুমে প্রাপ্ত ২৪টি অধিক তাপসহনশীল ভুট্টার অগ্রবর্তী জাত বহুস্থানিক মূল্যায়ন করে এবং প্রস্তাবিত জাতটি (BIL 211 × BIL 157) অধিক ফলনশীল বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে খরিপ ২০১৫ মৌসুমে অধিক তাপ প্রবন এলাকায় মূল্যায়নে জাতটি বানিজ্যিক ভিত্তিতে চাষকৃত প্রচলিত অন্যান্য জাত অপেক্ষা অধিক ফলনশীল বলে প্রমাণিত হয়। পরবর্তীতে জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধনের পর ২০১৯ সালে বাংলাদেশে অবমুক্ত করা হয়।

সনাক্তকারী বৈশিষ্ট্য :

  • জাতটি খরিপ মৌসুমে ফুল আসার পর্যায়ে অধিক তাপ সহিষ্ণু (দিনের তাপমাত্রা ৩৫ডিগ্রি সে. এবং রাতের তাপমাত্র ২৩ ডিগ্রি সে.)।
  • রবি ও খরিপ মৌসুমে পরিপক্ক হতে যথাক্রমে১৪০-১৫০ দিন ও ১১০-১১৫ দিন সময় লাগে।
  • রবি ও খরিপ মৌসুমে জাতটির উচ্চতা যথাক্রমে ২২০-২৩০ সে.মি. ও ১৭০-১৮০ সে.মি.।
  • জাতটির দানা হলুদ বর্ণের এবং সেমি ডেন্ট প্রকৃতির।
  • মোচার মাথায় সিল্কে হাল্কা এন্থোসায়ানিন বিদ্যমান।
  • টাসেল গ্লুমে গাঢ় এন্থোসায়ানিন এবং টাসেলের প্রশাখার অগ্রভাগ বাকানো প্রকৃতির।
  • মোচা শক্তভাবে খোসা দ্বারা আবৃত থেকে বিধায় বৃষ্টির পানিতে দানা নষ্ট হবার সম্ভাবনা কম।

উপযোগী এলাকা : এই হাইব্রিড জাতটি বাংলাদেশে খরিপ মৌসুমে এবং অধিকতাপ প্রবণ এলাকায় ভুট্টার উৎপাদন ও চাষাবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।   

ফলন:  রবি ও খরিপ মৌসুমে জাতটির গড় ফলন যথাক্রমে ১১.০-১২.০ টন/হেক্টর এবং ৮.৫-৯.৫ টন/হেক্টর।    

                                   বারি হাইব্রিড ভুট্টা - ১৭ (গাছ)

       

                           বারি হাইব্রিড ভুট্টা – ১৭ (মোচা)

                             বুকলেট ডাউনলোড করুন